ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ট্যাংকার দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

Khulna-OIl-tanker-
নিজস্ব প্রতিবেদক :
সুন্দরবনের শ্যালো নদীতে তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জামা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া তেলবাহী ট্যাংকার এমভি ওটি সাউদার্ন স্টার সেভেন উদ্ধারের জন্য তিনটি জাহাজ পাঠানো হয়েছে। এর মধ্যে দুইটি জাজা (নির্ভীক ও প্রত্যয়) উদ্ধার কাজ করবে এবং কাণ্ডারি-১০ নামের জাহাজ পানি দূষণমুক্ত করার জন্য এক ধরনের বিশেষ পাউডার ছিটিয়ে দেয়া হবে।
বুধবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘ধাক্কা দেয়া জাহাজটিকে ইতিমধ্যে সনাক্ত করা হয়েছে। জাহাজটির নাম এমটি টোটাল। ডুবে যাওয়া জাহাজটিতে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার তেল ছিল। যা গোপালগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা হচ্ছিল।’
এ ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক, সমুদ্র পরিবহন অধিদপ্তর খুলনা অভ্যন্তরীণ জাহাজ পরিদশক মো. আবু জাফরকে সদস্য সচিব এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রট  গোলাম মাঈনউদ্দিনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শাজাহান খান বলেন, ‘সুন্দরবনের শরনখোলা ও চাঁদপাই রেঞ্জের শ্যালো নদীর মৃগামারী এলাকায় সাউদান স্টার-৭ তেলবাহী জাহাজ নোঙরে অবস্থায় অপর তেলবাহী জাহাজ এমটি টোটাল নামক ধাক্কায় জাহাজটি ডুবে গেছে।’
তদন্ত কমিটির কার্যপরিধি:
তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ নির্ণয়, দুর্ঘটনার ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আইএসও ৭৫-এর যে সব ধারা লঙ্ঘনের কারণে দুর্ঘটনা ঘটেছে তা সনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুঘর্টনা কীভাবে রোধ করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘সন্দুরবনের পরিবেশ রক্ষায় ওই চ্যানেল ভবিষ্যতে বন্ধ করা হবে তবে এখন করা যাচ্ছে না কারণ এখন করলে ভারতে সঙ্গে আমাদের নৌ-যোগাযোগ বন্ধ হবে। এ জন্য এখন বন্ধ করা যাচ্ছে না।’
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৪টার দিকে জাহাজের ধাক্কায় তলা ফেটে ট্যাংকারটি ডুবে যায়। যে স্থানে জাহাজটি ডুবেছে ওই এলাকায় বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিনের অভয়াশ্রম। পানিতে তেল ছড়িয়ে পড়ায় ডলফিন ও সুন্দরবনের সমৃদ্ধ মৎস্য ভাণ্ডারসহ অন্যান্য জলজ প্রাণী এবং গাছপালার ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।