ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ট্যাংকারডুবি
তেল ছড়িয়ে পরিবেশ বিপর্যয়, ১শ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

Khulna-Oil-tanker-pic00022
বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাংকারডুবিতে ৩ লাখ ৫৮ হাজার লিটার তেল ছড়িছে জীববৈচিত্র চরম হুমকির মুখে ফেলে দেয়া ও পরিবেশ বিপর্যয়ের ঘটনায় দুই জাহাজ মালিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বনবিভাগ।
এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এদিকে ভোর ৬টার দিকে বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বিআইডব্লিউটিএর জাহান প্রত্যয় ও নির্ভিক। সন্ধ্যা নাগাদ এ জাহাজ দুটি ঘটনাস্থলে পৌঁছবে।
ডুবে যাওয়া ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকারটি উদ্ধারে বেসরকারি তিনটি জাহাজ নিয়ে কাজ করেছে এর মালিক প্রতিষ্ঠান মেসার্স হারুণ অ্যান্ড কোং। তবে স্থানীয় ডুবুরি দল, কোস্ট গার্ড ও বনবিভাগের কর্মকর্তারা সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী।
মঙ্গলবার ভোরে শ্যালী নদীর মৃগামারী (মংলা) এলাকায় তলা ফেটে একটি তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ঘটনার কয়েক ঘণ্টা পর সকাল ১০টা থেকে ট্যাংকারটি উদ্ধারে কাজ শুরু করে ডুবুরি দল, কোস্ট গার্ড ও বনবিভাগের কর্মকর্তারা। তবে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী জানান, পানিতে তেল ছড়িয়ে পড়লে বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিনসহ ছয় প্রজাতির ডলফিন ও বিভিন্ন জলজ প্রাণী মারাত্মক হুমকির মুখে পড়বে। শুধু প্রাণিকুলই নয়, জোয়ারে বনের মধ্যে এ দূষিত পানি ঢুকলে বনজ সম্পদেরও ক্ষতি হবে। তাই তেল অপসারণের জন্য বিশেষ রাসায়নিক দ্রব্য নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাণ্ডারী।
তা ছাড়া ভোর ৬টার দিকে বরিশাল ও নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বিআইডব্লিউটিএর জাহান প্রত্যয় ও নির্ভিক। সন্ধ্যা নাগাদ এ জাহাজ দুটি ঘটনাস্থলে পৌঁছবে বলে জানান পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা।
ডুবে যাওয়া ট্যাংকারটির মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স হারুন অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক গিয়াস উদ্দিন জানান, মৃগামারী এলাকায় নোঙর করে থাকা তেলবাহী ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ কে ধাক্কা দেয় পাশ দিয়ে যাওয়া অপর ট্যাংকার এমটি টোটাল। এ সময়ে তলা ফেটে ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ ঘটনাস্থলেই ডুবে যায়। এতে মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ হন। ওই ট্যাংকারে থাকা অন্য ৬ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়।
তেলবাহী ট্যাংকারটি খুলনার পদ্মা ওয়েল কোম্পানি ডিপো থেকে গোপালগঞ্জের একটি পাওয়ার প্লান্টের জ্বালানি তেল নিয়ে সুন্দরবনের শ্যালা নদীতে যাত্রাবিরতি করছিল।
ডুবে যাওয়া ট্যাংকারটি উদ্ধার ও নিখোঁজদের উদ্ধারে  সকাল ১০ টা থেকে স্থানীয় ডুবুরিদল, কোস্ট গার্ড ও বনবিভাগ অভিযান শুরু করেছে। ডুবে যাওয়া ট্যাংকারটিতে ছিল প্রায় ৩ লাখ ৫৮ হাজার ফারনেস ওয়েল।