ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বস্তিবাসীদের নিয়ে দল ভারী করে রাজনীতিকরা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Bosti
নিজস্ব প্রতিবেদক :
পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদ চালানো যাবে না বলে দাবি জানিয়েছে জনকল্যাণ সমিতি (বাস্তহারা)।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। বস্তিবাসীদর পুনর্বাসনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সিকদার মো. হারুনুর রশীদ বলেন, ‘ঢাকা শহরের দেড় কোটি জনগণের মধ্যে প্রায় ৭০ লাখ মানুষ বস্তিতে বসবাস করে। গরীবদের জন্য যথেষ্ট বাসস্থান নেই। বস্তিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে বেশকিছু বস্তি ভেঙে দেয়া হয়েছে। কিন্তু তাদের পুনর্বাসনে কোন ব্যবস্থা করা হয়নি। তাই বস্তিবাসীদের আজকে একটাই দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ চলবে না।’
কেউ ইচ্ছে করে বস্তিতে থাকে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বস্তির পরিবেশ অস্বাস্থ্যকর। পর্যাপ্ত আলো বাতাস ও পানির অভাব রয়েছে। আমরা বস্তিবাসীরা কীটপতঙ্গের মতো জীবন কাটাই। এ বস্তি জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই।’
তিনি বলেন, ‘সরকার বস্তিবাসীর দায় গ্রহণ না করে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বস্তিবাসীদের নিয়ে দল ভারী করে। ফায়দা হাসিলের জন্য বস্তিবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কিন্তু অধিকার আদায়ে কোন দলে বিভক্ত না হয়ে নিজেদের স্বার্থে বস্তিবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।’
অন্যান্য বক্তারা আন্দোলন জোরদার করতে প্রতিটি বস্তিতে কমিটি গঠনের আহ্বান জানান। একই দাবিতে  গত ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয় সংগঠনটি।
আয়োজক সংগঠনের সভাপতি সিকদার মো. হারুনুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন তৈয়ব আলী, শিরু সরদার, মালেক সরদার, আব্দুল ওহাব প্রমুখ।