চট্টগ্রাম প্রতিনিধি : রেলেওয়ে দুর্নীতির আরো দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত জিএম ইউছুফ আলী মৃধাকে বাদ দিয়ে অভিযোগ পত্র দিয়েছে দুদক।
বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে এ অভিযোগ পত্র দুটি জমা দেন দুদকের উপ পরিচালক নাছির উদ্দিন চৌধুরী। মামলা দুটি হলো- রেলের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও কার্পেন্টার নিয়োগ পরীক্ষা।
বিষয়টি নিশ্চিত করে দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘ডাটা এন্ট্রি অপারেটর ও কার্পেন্টার নিয়োগ মামলায় অভিযোগ পত্র দেয়া হয়েছে। দুটি মামলায় মৃধাকে বাদ দিয়ে সাবেক সমাজ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ও নিয়োগ প্রার্থী দুইজনকে আসামি করা হয়েছে।’
তিনি জানান, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আসামি করা হয়েছে রেলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও পরীক্ষার্থী হামিদ উল্লাহকে। আর কার্পেন্টার পদে গোলাম কিবরিয়ার সঙ্গে আসামি করা হয়েছে পরীক্ষার্থী গিয়াস উদ্দিনকে।
এ দুই মামলা নিয়ে এ পর্যন্ত মোট ছয়টি দুর্নীতি মামলায় মৃধাকে বাদ দিয়ে চার্জশিট দিয়েছে দুদক। তার বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি মামলা চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল আদালতে বিচারাধীন রয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের কোতয়ালী থানায় (মামলা নং-৩৪, ৩৫) এ ২টি মামলা করে দুদক। দণ্ডবিধির ১৬৬/১৬৭/৪২০/৪৭৭(ক)/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রতিটি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দেয় কমিশন।