ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কারাগারের নিখোঁজ রাইফেল পুকুরে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

kasimpur-highsecurityগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটির অস্ত্রাগার থেকে খোয়া যাওয়ার তিনদিন পর চাইনিজ রাইফেলটি পাওয়া গেল জেলখানার পুকুরে।
বুধবার ব্যারাকের পাশের পুকুরের ভেতর তল্লাশি করে রাইফেলটি পাওয়া যায়।
কারাগারের জেল সুপার মিজানুর রহমান জানান, বুধবার সকালে অস্ত্রের সন্ধানে কারাগারের একটি পুকুরে ৫০ জন কারারক্ষীকে নামানো হয়। সেখানেই অস্ত্রটি খুঁজে পান আল আমিন নামে এক কারারক্ষী।
কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রধান মো. বজলুর রহমান এবং হাই সিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারারক্ষী আল আমিনকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন।
এর আগে খোয়া যাওয়া অস্ত্রটি যেকোনো মূল্যে উদ্ধার করতে রাতে কারারক্ষীদের নিয়ে এক বৈঠক হয়। তখন ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে বুধবার ব্যারাকের পাশের পুকুরের ভেতর তল্লাশী করে রাইফেলটি পাওয়া যায়। তবে রাইফেলটি কীভাবে ওই পুকুরে গেল তা জানতেও তদন্ত কমিটি কাজ করবে।
উল্লেখ্য, রোববার বিকালে অস্ত্র গণনার সময় খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনায় রাতেই কারা পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া কারাগার অস্ত্রাগারের প্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলাম হাওলাদারসহ তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।