নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অপহরণ থেকে শুরু করে লাশ নদীতে ডোবানো পর্যন্ত পুরো ঘটনার সঙ্গেই জড়িত ছিলেন বাধ্যতামূলক অবসরে পাঠানো র্যাব-১১ এর তারেক সাঈদ ও আরিফ হোসেন। তবে এম এম রানা এ ঘটনায় অপহরণ পর্যন্ত অংশ নিয়ে আংশিক জড়িত ছিলেন। এছাড়া র্যাবের বিভিন্ন পর্যায়ের আরো ১৯ জন এ ঘটনার সঙ্গে জড়িত।
সাত খুনের বিষয়ে বুধবার র্যাবের দেয়া প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আদালতে এ প্রতিবেদন দাখিল করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তার আগে এ প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিন।
চাঞ্চল্যকর এ ঘটনার সঙ্গে র্যাব সদর দপ্তরের কোন যোগ নেই বলেও প্রতিবেদনে বলা হয়েছে।