ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পড়বি পড় মালির ঘাড়েই

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

2কুমিল্লা প্রতিনিধি : ‘পড়বি পড় মালির ঘাড়েই।’ কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতার সেই লাইনটার কথাই সত্যি হলো সনদ জালিয়াতি চক্রের সদস্য ইদ্রিস মিয়ার (৬২) কপালে। তাইতো র‌্যাবের কাছেই জাল সনদ দিতে গিয়ে ধরা খেতে হলো তাকে। বুধবার ভোরের দিকে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইদিস মিয়া কোতোয়ালি মডেল থানা এলাকার সুজানগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
বুধবার সকালে নগরীর টাউন হল মাঠে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুন আটক ইদ্রিস মিয়াকে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির-২ এর সহকারী পরিচালক এএসপি শিবলী সাদিক সাংবাদিকদের জানান, নগরীর চকবাজার এলাকায় দীর্ঘদিন থেকে একটি চক্র জাল সনদপত্র তৈরি করে আসছে। র‌্যাব সদস্যরা অনুসনন্ধান করে বিষয়টি নিশ্চিত হয়। পরে র‌্যাব সদস্যরা এইচএসসির একটি সনদ তৈরি করতে জালিয়াত চক্রের সদস্য ইদ্রিস মিয়ার সঙ্গে দেড় হাজার টাকার বিনিময় চুক্তি করে। সে অনুযায়ী বুধবার ভোররাতে নকল সনদ দিতে এলে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার গোলজার হোসেনের নেতৃত্বে তাকে আটক করা হয়।
তার দেয়া সনদ অনলাইনে যাচাই করে দেখা গেছে এ রোল নম্বরে আরেকটি সনদ আছে। তবে এর নাম ঠিকানা ভিন্ন।