নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদে দেশের বাকি জেলাগুলোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ১৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। http://dpe.teletalk.com.bd এবং www.dpe.gob.bd লিঙ্ক দুটি থেকে নির্দেশনা মোতাবেক আবেদনপত্র পূরণ করতে হবে।
১৩ ডিসেম্বর ২০১৪ থেকে ১২ জানুয়ারি ২০১৫ পর্যন্ত আবেদন করা যাবে।