নিজস্ব প্রতিবেদক : দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন চুপ্পু রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিচ্ছেন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই লোকটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সত্তরের দশকে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কিংবা উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।’
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় দুদককে অকার্যকর রাখা হয়েছিল এমন দাবি করে মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে দুদক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছে, তা সারা বিশ্ববাসী জানে। ওই সময় চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আপনাদের (বিএনপি) আমলে তো দুদক কোনো কাজ করেনি, একটি মামলাও করেনি।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেছিলেন দুদক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন চুপ্পু।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভুত। দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কমিশনার হয়ে সাংবিধানিক পদের অধিকারী হয়ে এরকম বক্তব্য দিতে পারেন না। এটা সম্পূর্ণ বেআইনী। শাহাবুদ্দিন সাহেব সাবেক একজন প্রধানমন্ত্রীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, এমন উক্তি রাষ্ট্রীয় দায়িত্বে থেকে কেউ করতে পারে না।’ ফখরুল এর নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, ‘দুদক সঠিক, ন্যায় পরায়ন, স্বচ্ছভাবে কাজ করছে না।’ দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে বলেন, ‘এতে দুদকের গায়ের মধ্যে আগুন লেগেছে।’