ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

স্কুল রক্ষায় রাস্তায় শিক্ষার্থীরা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৪, ২০১৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

দখল হয়ে যাওয়া বিদ্যালয়ের জমি মুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছে প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা। দখলদারদের কাছ থেকে রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলো রক্ষার জন্য তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলী রোডে অবস্থানকালে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ছাত্র ইউনিয়ন এ দাবি জানায়।

শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘বিদ্যালয় জনগণের সম্পত্তি। কিন্তু জনগণ সরকারের উপর এর দায়িত্ব দিলেও সরকার তা রক্ষা করতে পারছে না। এমনকি বিদ্যালয় রক্ষায় তাদে45র কোনো পদক্ষেপও লক্ষ্য করা যাচ্ছে না। চম্পা-পারুল ও সামাজিক প্রাথমিক বিদ্যালয়গুলো বিলীন হওয়ার সাথে তাই সরকারের অস্তিত্ব নিয়েও আজ প্রশ্ন উঠছে।’

এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪শ শিক্ষার্থী স্লোগানের মধ্যে দিয়ে বিদ্যালয়গুলোর ভূমি দখলমুক্ত করে ভেঙে ফেলা স্কুলগুলো পুননির্মাণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।

প্রতিবাদী অবস্থানকালে শিক্ষার্থীদের সাথে একত্মতা ঘোষণা করেন সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ।