ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

‘অন্য ধর্মগুলোকে আঘাত করেছেন সুষমা ’

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

Shushamaআন্তর্জাতিক ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী সুষশা স্বরাজের ‘গীতা’কে জাতীয় বই করার প্রস্তাবের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন ভারতের সংখ্যালঘু নেতারা। তারা বলছেন, ভারতের মত ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে বিশেষ কোনো ধর্মীয় পুস্তক কথনোই জাতীই বই হতে পারে না এবং তার এ বক্তব্য সংবিধান বিরোধী। বিজেপি সরকার আসলে রাষ্ট্রীয় সেবক সংঘের(আরএসএস) এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এসব ধর্মীয় নেতারা।
এর আগে কংগ্রেসসহ দেশটির বিরোধী দলীয় নেতারাও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
মঙ্গলবার অল ইন্ডিয়া মিলি কাউন্সেলের প্রধান এমএ খালিদ বলেছেন,‘আমরাও গীতাকে সম্মান করি। কিন্তু তার অর্থ এই নয় যে, সকল নাগরিকের গলা টিপে ধরে একেই জাতীয় বই ঘোষণা করতে হবে। এই ধরণের পদক্ষেপ ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।’ তিনি আরো বলেন,‘ভারতে যদি জাতীয় বই ঘোষণা করতেই হয় তবে সেটা হবে আমাদের সংবিধান।’
মহারাষ্ট্র শিখ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দালজিৎ সিং বাল পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন,‘ বিশেষ একটি ধর্মীয় পুস্তককে জাতীয় বই ঘোষণা করা হলে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছুবে এবং ধর্মনিরপেক্ষতার প্রতি জনতার বিশ্বাসে চিড় ধরবে। সরকারের উচিত এসব সুপারিশ প্রত্যাখ্যান করা।’
ইন্ডিয়ান ক্রিশ্চান ভয়েজের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই সুষমার সমালোচনা করে বলেন, ‘ভারতের মত বহুধর্মীয় একটি সমাজে বিশেষ কোনো ধর্মীয় গ্রন্থকে জাতীয় বই হিসেবে ঘোষণা করলে অন্য ধর্মগুলোকে খাটো করে দেখা হবে। এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের সারমর্ম অবদমিত হতে বাধ্য।’
এদিকে শিক্ষাবিদ ড. এম.এ পাতানকার স্বরাজের সমালোচনা করে বলেছেন, এ বক্তব্যের মাধ্যমে  তিনি অন্য ধর্মগুলোকে আঘাত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেছেন,‘জণগণকে বিভক্ত না করে বিজেপি সরকারের গঠনমূলক কাজে মন দেয়া উচিত।’