ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী হতে চায় মালালা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

Malala-আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে নারীশিক্ষা আন্দোলনের নেত্রী এবং এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। বুধবার ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে নোবেল পদক নেয়ার আগে বিবিসিকে এই স্বপ্নের কথা জানিয়েছে এই পাক কিশোরী। রাজনীতিতে তার আদর্শ হচ্ছেন পাকিস্তানের সাবেক নারী প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো।
উল্লেখ্য, চলতি বছর সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মালালা।
মঙ্গলবার ওসেলোতে বিবিসির হার্ডটক অনুষ্ঠানে হাজির হয়েছিল মালালা। সে অনুষ্ঠানের উপস্থাপক স্টেফেন সাকুরকে বলেছে, ‘আমি দেশের জন্য কিছু করতে চাই। স্বপ্ন দেখি একদিন এই দেশ উন্নত হবে এবং প্রতিটি শিশু শিক্ষার সুযোগ পাবে।’
যুক্তরাজ্যে লেখাপড়া শেষ করে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হতে চায় এই কিশোরী। তাই এখন থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখতে শুরু করেছে। এক্ষেত্রে তার আদর্শ হচ্ছেন সে দেশের আলোচিত নারী নেত্রী বেনজির ভূট্টো। দু’বার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেত্রী ২০০৭ সালে নিহত হয়েছিলেন।
মালালা বলে, ‘আমি দেশের সেবা করার জন্য রাজনীতিতে আসতে চাই এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চাই।’
ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করার ঘটনাকে নিজের জন্য সম্মানজনক হিসেবে উল্লেখ করে মালালা। তার ভাষায়, ‘এই শান্তি পুরস্কার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাকে আরো আশা-আরো সাহস যোগাবে। অনেক বেশি মানুষ এখন আমাকে সমর্থন করায় আমি নিজেকে আগের চেয়েও শক্তিশালী মনে করি।’
মঙ্গলবার সত্যার্থীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার সময় ১৭ বছরের এই কিশোরী শিক্ষা ক্ষেত্রে নারী-পুরুষের সমানাধিকারে কথাও পুনর্ব্যক্ত করে।
তবে নোবেল প্রদান অনুষ্ঠানে থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুজনের একজনও। এতে  হতাশা ব্যক্ত করেছে মালালা।
উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানি নারীদের শিক্ষার অধিকারের কথা বলায় ‘তালেবানদের’ রোষানলে পড়ে এই কিশোরী। ২০১২ সালের অক্টোবর মাসে বন্দুধারীদের হামলায় গুরুতর আহত হয় সে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হয়। সেখানেই সে সুস্থ হয়ে ওঠে।