ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ধরা ছোঁয়ার বাইরে আজও প্রাণঘাতী অণুজীব

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

margarit-chanআন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারিট চ্যান বলেছেন, এবোলা এখনও ধরাছোঁয়ার বাইরে।
তার ভাষ্য অনুযায়ী, করুণতম পরিস্থিতির শিকার দেশগুলোয় এলাকাভিত্তিক, আংশিক সাফল্য এলেও, রোগটি এখনও নিয়ন্ত্রণের বাইরে থেকে দরন্ত গতিতে এগিয়ে চলেছে। এবং ক্রমশ বাইরের পৃথিবীতে আরও ব্যাপকভাবে এ রোগ ছড়িয়ে পড়ার আশংকাও এখনও গণনায় রাখতে হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক হৈতিষী সংস্থাগুলো যথেষ্ট দ্রুততার সঙ্গে সাড়া দিয়ে ব্যর্থ হয়েছে বলেও তিনি মনে করেন।
মার্গারিটের দেয়া তথ্য অনুসারে লাইবেরিয়ায় এবোলা থেকে উত্তরণে আংশিক উন্নতি ঘটেছে। বিশেষ করে লোফা কাউন্টির কথা বলা যেতে পারে, যে লোফা কাউন্টিতে সংক্রমণের প্রথম ধাক্কা এসে আঘাত হেনেছিল। এছাড়া রাজধানী মনরোভিয়ারও অবস্থাও আগের চেয়ে ভালো। গিনি এবং সিয়েরা লিওনের অবস্থাও তিন মাস পূর্বের শোচনীয় অবস্থা থেকে ক্রমশ উত্তরণের পথে। কিন্তু এখনও বৃহৎ সংখ্যায় সংক্রমণের খবর স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিদিন এসে পৌঁছুচ্ছে।
ভাইরাসটির পেছন পেছন দৌড়ুনো এখনও শেষ হয়নি, বাকি রয়ে গেছে তাকে ধরে ফেলার পর বধ করার কাজটিও, তরপরও আশাবাদী হতে চান মার্গারিট চ্যান, এবং প্রত্যয় ব্যক্ত করেন, নিকট ভবিষ্যতে আক্রান্তের হার শূন্যে নামিয়ে আনার।
চলতি বছরের ডিসেম্বর অব্দি গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে এবোলা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৭,৮০০ জন; মৃত্যুবরণ করেছে ৬,৩৩১ জন।