নিজস্ব প্রতিবেদক : হোসেন খালেদ ২০১৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার ডিসিসিআই মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার পর তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে হুমায়ুন রশিদকে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও মো. শোয়েব চৌধুরীকে সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
২০১৫, ২০১৬ এবং ২০১৭ মেয়াদের জন্য নব-নির্বাচিত পরিচালকরা হলেন- হোসেন আকতার, আসিফ এ চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির, আতিক-ই রাব্বানী এবং ওসমান গনি।
সভাপতি হোসেন খালেদ আমেরিকার ইউনিভার্সিটি অব টোলিডো, ওহিও থেকে হিসাব বিজ্ঞানে বিবিএ এবং টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন। হোসেন খালেদ বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া এজি অটোমোবাইলস লিমিটেড এবং আনোয়ার জুট স্পিনিং মিলস লিমিটেডেরি ব্যবস্থাপনা পরিচালক, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, দ্য সিটি ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক তিনি।
এর আগে ২০০৭ ও ২০০৮ মেয়াদে ঢাকা চেম্বারের সভাপতি এবং ২০০৬ সালে ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ২০০২-২০০৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন হোসেন খালেদ।