নিজস্ব প্রতিবেদক : সামাজিক দায়বদ্ধতার (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি-সিএসআর) পাশাপাশি ব্যবসায়িদের ট্যাক্সের কথাও মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
বুধবার রাজধানীর হোটেল লেকশোতে আয়োজিত ‘এশিয়া ও ওশেনিয়া ইউনাইটেড ন্যাশন গ্লোবাল কমপ্যাক্ট লোকাল নেটওয়ার্ক রিজিওনাল মিটিং ২০১৪- শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গওহর রিজভী বলেন, ‘সিএসআর কার্যক্রমে সবাইকেই অংশ নিতে হবে। এর কোনো বিকল্প নেই। কিন্তু এটা করতে গিয়ে ব্যবসায়িদের ট্যাক্সের কথা ভুলে গেলে চলবে না। সিএসআরের মতই ঠিকঠাকভাবে ট্যাক্সটাও দিতে হবে।’
কর্পোরেট সেক্টর নিয়ে এই উপদেষ্টা বলেন, ‘এখন এ সেক্টরটিতে তরুণ লিডাররা কাজ করে যাচ্ছেন। তাদের টিকে থাকার জন্য প্রয়োজন অধিক বিনিয়োগ। পাশাপাশি কর্মীদের কাজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এর জন্য তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে উৎপাদনশীলতা বাড়ানো যায়। তা না হলে আমরা সামনের দিনগুলোতে অনেক পিছিয়ে পড়বো। আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো না।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পোশাক খাতের কথা উল্লেখ করে বলেন, ‘পোশাক খাতে অনেক বেশি বিদুৎ ও পানি অপচয় হয়। পানি ও বিদ্যুৎ অপচয় রোধে পোশাক খাতের জন্য পরিবেশবান্ধব নীতিমালা করা হবে।’
এ সময় তিনি ব্যাংকগুলোর মতো সব খাতের ব্যবসায়িদের সিএসআর কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন- ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল কমপ্যাক্টের প্রধান ওয়ালিদ নাগি, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের অ্যাম্বাসেডর হ্যানে ফাগ এস্কজায়েরসহ অনেকে।