ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিবিঘ্নিত দিনে অসি আধিপত্য

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

aus4স্পোর্টস ডেস্ক : বুধবার বৃষ্টিবিঘ্নিত অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য বজায় রেখেছে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথও। তাতে রানের পাহাড় গড়ার পথে অসিরা। প্রথম টেস্টের দ্বিতীয় ‍দিন শেষে স্কোরবোর্ডে নিজেদের প্রথম ইনিংসে সাত উইকেটে ৫১৭ রান তুলতে সমর্থ হয়েছে স্বাগতিকরা। এজন্য ব্যাট করতে হয়েছে ১২০ ওভার।
এদিন দ্বিতীয় দিনের খেলায় বারবার গুড়ি গুড়ি বৃষ্টির হামলায় ৯০ ওভারের মধ্যে মাত্র ৩০.৪ ওভার খেলা হয়েছে। যাতে ১৬৩ রান যোগ করে ‘দ্য ইয়েলো’রা। গোটা দিনের খেলায় শুধুমাত্র মাইকেল ক্লার্কের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ১২৮ রান করে কর্ন শর্মার শিকার হন ক্লার্ক। ১৬৩ বল মোকাবেলায় ২৪৪ মিনিট ক্রিজে ছিলেন তিনি।
এর আগে টেস্টের প্রথম দিনের ৬ উইকেটে সংগ্রহ করা ৩৫৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। যখন প্রথম সেশনেই নিজের সেঞ্চুরি তুলে নেন স্টিভ স্মিথ। দ্বিতীয় সেশনে তিন অঙ্কের ওই ম্যাজিক ফিগার স্পর্শ করেন ক্লার্কও। এরপর অবশ্য সাজঘরে ফেরেন তিনি। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শেষেও অপরাজিত আছেন স্মিথ। ২৩১ বল মোকাবেলায় ১৬২ রান করে অপরাজিত আছেন তিনি। উইকেটের অপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন মিশেল জনসন।