ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সাঙ্গাকারার ৯১তম অর্ধশতক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

Sanggakaraস্পোর্টস ডেস্ক : কুমার সাঙ্গাকারা। একের পর এক নিজেকে নিয়ে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। টানা চতুর্থ ম্যাচে এসেও হাফ সেঞ্চুরির দেখা পেলেন শ্রীলংকান সাবেক এই অধিনায়ক। আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে শ্রীলংকাকে জয় উপহার দিয়েছিলেন। একই সঙ্গে ওয়ানডেতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরির ৯০তম সংখ্যা ছুঁয়েছিলেন তিনি।
এবার সেটাকে বাড়িয়ে নিয়ে গেলেন ৯১তে। সাঙ্গাকারার সামনে রয়েছেন শুধু মাত্র একজন। ভারতের শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ৯৬টি অর্ধশতক করেছেন ভারতীয় লিটল মাস্টার। সাঙ্গাকারা যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ভারতীয় কিংবদন্তীকে ছুঁতে সম্ভবত আর বেশি দিন লাগার কথা নয় তার।
ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চমটি অনুষ্ঠিত হচ্ছে পাল্লেকেলেতে। প্রথম ম্যাটে মাত্র ২ রানে আউট হয়েছিলেন তিনি। এরপর আজ নিয়ে টানা চার ম্যাচেই হাফ সেঞ্চুরি করলেন সাঙ্গা।
দ্বিতীয় ম্যাচে ছিলেন ৬৭ রানে অপরাজিত। পরের ম্যাচে ৬৩ এবং চতুর্থ ম্যাচে করেন ৮৬ রান। আজ বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাজিত ৬২ রানে।
৩৮৮তম ম্যাচ খেলা শ্রীলংকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৯১টি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৯টি সেঞ্চুরিও। মোট রান ১৩ হাজার ১৩৬ (আজকের ম্যাচ বাদে)। একই সঙ্গে ১২৮ টেস্টে ৩৭টি সেঞ্চুরি রয়েছে সাঙ্গার। হাফ সেঞ্চুরি ৫১টি এবং মোট রান সংখ্যা ১১ হাজার ৯৮৮।