ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ছোট রোনালদোকে সমর্থন বড় রোনালদোর

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, ম্যানুয়েল ন্যুয়ারের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন পর্তুগিত তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। লড়াইয়ের শেষে কে জয়ী হলেন তা জানা যাবে আরও প্রায় এক মাস পর। ফিফা জানুয়ারি মাসেই ঘোষণা করবে তা।
তবে ভবিষদ্বানীতে রোনালদোকেই এগিয়ে রাখছেন বেশিরভাগ ফুটবল বিশ্লেষকরা। এবার সেই মিছিলে যোগ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদোও।
বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এই তারকা ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনবার। তার চেয়ে বেশিবার ফিফা বর্ষসেরা হওয়া খেলোয়াড় শুধু একজন। তিনি লিওনেল মেসি। আর আর্জেন্টাইন তারকার খেলার প্রতি দারুণ অনুরক্ত ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় রোনালদো।
কিন্তু এবার হৃদয়ের সেই পছন্দের বিষয়টা আলাদা করেই রাখলেন তিনি। হয়তো তাকে বাধ্য করলো রোনালদোর দুর্দান্ত পারফর্মেন্স। মাঠের নৈপুণ্যের ভিত্তিতেই পতুগিজ মিতাকে এগিয়ে রাখলেন তিনি।
আর তাই বোঝা গেল ব্রাজিলিয়ানের দেয়া এক সাক্ষাৎকারে। প্রথমে রিয়াল মাদ্রিদের প্রশংসা দিয়েই শুরু করেন ব্রাজিলিয়ান তারকা, ‘রিয়লকে খেলতে দেখতে দারুণ লাগে। তাদের দারুণ মিডফিল্ড ও রোনালদো রয়েছে। রিয়ালের হয়ে যখনই তিনি মাঠে নামেন সবাইকে অনুপ্রাণিত করেন।’
তারপরই ব্রাজিলিয়ান গ্রেট ফুটবলার বললেন সিআর সেভেনের শ্রেষ্ঠত্বের কথা , ‘কোন সন্দেহ নেই এবছর রোনালদোই সেরা। তিনিই এবার ব্যালন ডি’অর জয় করে নিবেন। কারণ এবছর পরিষ্কারভাবে এগিয়ে আছেন তিনি।’
স্বদেশী নেইমার বাদ দিয়ে মেসি-রোনালদোকে এই গ্রহের সেরা ফুটবলারও বললেন তিনি। তবে নেইমারও সেই মানে পৌঁছে যাবে সঠিক সময়ে এমন বিশ্বাস ব্রাজিলিয়ান সুপারস্টারের, ‘সেও খুব ভাল একটা সময়ে উপনীত হবে শিগিরই।’