স্পোর্টস ডেস্ক : প্রতিশোধের কথা কি মাথায় রয়েছে লিওনেল মেসির। চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচেই ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে ৩-২ গোলে হারতে হয়েছিল বার্সেলোনাকে। সেটা প্যারিসের ঘটনা। এবার জ্লাতান ইব্রাহিমোভিচদের ন্যু ক্যাম্পেই পাচ্ছেন মেসিরা। সেই পরাজয়ের প্রতিশোধ তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কী তবে দ্বিতীয় রাউন্ডে পা রাখবে বার্সা!
অক্টোবরের ১ তারিখে পার্ক ডি ফ্রান্সে অনুষ্ঠিত ওই ম্যাচে গোল পেয়েছিলেন মেসি-নেইমার দু’জনই। তবু জিততে পারেনি বার্সা। তবে আজ রাত পৌনে ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে অবশ্যই অসাধারণ কিছু করে দেখানোর সুযোগে মেসির সামনে।
কারণ, সম্প্রতিই চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ গোলদাতার ইতিহাস তৈরী করে ফেলেছেন তিনি। সপ্তাহের শুরুতেই করেছেন হ্যাটট্রিক। সুতরাং, আজও দারুন ফর্মে থাকবেন বার্সার আর্জেন্টাইন জাদুকর, তাতে সন্দেহ নেই।
বার্সা কোচ লুইস এনরিকের ভাবনায় অবশ্য প্রতিশোধ নয়, তিনি চান পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই দ্বিতীয় রাউন্ডে যেতে। ‘এফ’ গ্রুপে ইতিমধ্যেই অবশ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনা এবং পিএসজির। ১৩ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে শীর্ষে অবস্থান করছে পিএসজি। বার্সার পয়েন্ট ১২। আজ জিতলে বার্সাই গ্রুপ চ্যাম্পিয়ন আর ড্র করলেও পিএসজির পেছনে থেকেই দ্বিতীয় রাউন্ডে যেতে হবে তাদের।
ম্যাচটি বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য হয়ে উঠবে কিছুটা কঠিন। এমনিতে সাবেক ক্লাব বার্সেলোনার মাঠে খেলতে এসে একটু নস্টালজিক হয়ে উঠতে পারেন ইব্রাহিমোভিচ। সঙ্গে নেইমারের মুখোমুখি হতে গিয়ে কিছুটা হলেও আবেগের বিস্ফোরণ ঘটবে ডেভিড লুইজ আর থিয়াগো সিলভার মধ্যে। জাতীয় দলের এই তিন সতীর্থ আজ যে পরস্পর মুখোমুখি!
লুইজ মুফ ফুটে স্বীকারও করেছেন, ‘মেসি এবং নেইমারের মুখোমুখি হওয়াটা হবে আমার জন্য খুব কঠিন।’