ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আজীবন নিষিদ্ধ লুৎফর রহমান বাদল

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

Lutforস্পোর্টস ডেস্ক : দুঃখ প্রকাশ করে মোটেও পার পেলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি থেকে শেষ পর্যন্ত তাকে আজীবনের জন্যই নিষিদ্ধ ঘোষণা করা হল। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিসিবি প্রেসিডেন্ট, কয়েকজন পরিচালক ও আম্পায়ারদের নিয়ে অশালিন ও বাজে মন্তব্য করার কারণেই লিজেন্ডস অব রূপগঞ্জের মালিককে সব ধরনের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ক্লাবের যুগ্ম সচিব তরিকুল ইসলামকে পাঁচ বছরের এবং আরেক কর্মকর্তা সাব্বির আহমেদ রুবেলকে দেওয়া হয়েছে তিন বছরের নিষেধাজ্ঞা।
মঙ্গলবার রাতে বিসিবি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিসহ নির্বাচিত পর্ষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে অশালীন, আপত্তিকর মন্তব্য করেছেন এবং মিথ্যা-ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। এসব মন্তব্য দেশ ও বিদেশে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই বিসিবির অধীনস্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে তাঁকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রূপগঞ্জের অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ম্যাচ চলাকালে আম্পায়ারদের ভয়ভীতি দেখিয়েছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লুৎফর রহমান ও তারিকুল ইসলামকে লিগ থেকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছিল সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। সিসিডিএম থেকেই জানানো হয়েছিল বিষয়টি সুরাহার জন্য বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হয়েছে।
সিসিডিএমের সদস্যসচিব রাকিব হায়দার বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট ও পরিচালকদের নিয়ে অশালীন মন্তব্য করায় ওই দুজনকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও আনা হয়েছে। আমরা বিস্তারিত সবকিছু বিসিবির ডিসিপ্লিনারি কমিটিকে জানিয়েছি। তাঁরা এখন চূড়ান্ত ব্যবস্থা নেবেন। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তাঁরা।’
বিস্ময়করভাবে রাতেই বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সভা বসে এবং সেখান থেকেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত।
এর আগে মঙ্গলবার বিকালে বিসিবি প্রধানের কাছে ও সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘তাৎক্ষণিক উত্তেজনায়’করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের মালিক লুৎফর রহমান বাদল।
দুঃখ প্রকাশ করে পাঠানো চিঠিতে লুৎফর রহমান লেখেন, ‘চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগে আমার দল লিজেন্ডস অব রূপগঞ্জ মাঠে ও মাঠের বাইরের নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ায় গত ৪ ডিসেম্বর বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে আমি তাৎক্ষণিক উত্তেজনায় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশ কিছু মন্তব্য করেছি ও প্রতিক্রিয়া জানিয়েছি। এতে যদি ক্রিকেটাঙ্গনের কেউ দুঃখ ও কষ্ট পেয়ে থাকেন, তবে আমি সেদিনের আবেগপ্রবণ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি, আমার এই দুঃখ প্রকাশের মধ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে চলতি সব ধরনের উত্তেজনা ও ব্যক্তিকেন্দ্রিক বিদ্বেষের অবসান ঘটবে।’