ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিজয় উৎসবে দেশ অপেরা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১০, ২০১৪ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

gonga-theke-burigongaবিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে তিনদিন ব্যাপী বিজয় উৎসবে তিনটি যাত্রাপালা নিয়ে অংশ নিচ্ছে যাত্রাদল দেশ অপেরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মনজুর আলম ১৫ ডিসেম্বর বন্দর নগরীর বাকলিয়া নতুন স্টেডিয়ামে আয়োজিত এ বিজয়মেলার শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে শান্তি রঞ্জন দে রচিত জনপ্রিয় যাত্রাপালা ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’।
বীরত্বগাঁথা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে রচিত এ পালায় প্রতীকী রুপে দেখা যাবে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের কথাচিত্র।
১৬ই ডিসেম্বর রয়েছে জাগরণমূলক পালা ‘বর্গী এলো দেশে’। পালাটি রচনা করেছেন বজেন্দ্র কুমার দে। বিজয় উৎসবের সমাপনী মঞ্চে ১৭ই ডিসেম্বর প্রদর্শিত হবে শচীন সেন গুপ্তের ‘নবাব সিরাজউদ্দৌলা’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক নিবন্ধিত সনামধন্য যাত্রাদল দেশ অপেরা প্রযোজিত উৎসবে প্রদর্শিত হতে যাওয়া তিনটি পালা-ই নির্দেশনা দিয়েছেন দেশ অপেরার প্রধান যাত্রানট মিলন কান্তি দে। দেশব্যাপী ব্যাপক প্রশংসিত এই পালাগুলোতে অভিনয় করেছেন যাত্রাশিল্পী রিক্তা সুলতানা, গাজী বেলায়েত, এম আলীম, সিরাজুল ইসলাম, সুনীল দে, লুৎফুন্নেসা রিক্তা, মনিমালা, সুদর্শন চক্রবর্তী, ডা: দীপক বণিক, মোবারক আলী, উদয় সরকার, আবুল কালাম আজাদ, নিলয়, অলি, নিভা, বাচ্চু খান, আলমাস এবং এনএ পলাশ।
বর্ণাঢ্য এ উৎসবে আংশ নেওয়া প্রসঙ্গে মিলন কান্তি দে বলেন, বিভিন্ন সময়ে জাতীয় জাগরণের প্রেক্ষাপটে এই পালাগুলো রচিত হয়েছে। দেশত্ববোধের বিপ্লবী চেতনায় যা নতুন প্রজন্মকে উৎসাহিত করে। এ ধরণের একটি মহতি আয়োজনে দেশ অপেরাকে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’