সাতক্ষীরা প্রতিনিধি : সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজ বলিষ্ঠ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে সংক্ষিপ্ত মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
আজ বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর উপজেলা চেয়ারম্যান বাবু বলেন, প্রেসক্লাব সাতক্ষীরার উন্নয়নে সদর উপজেলা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে মন্তব্য করে তিনি আরো বলেন, সমাজের সকল সমস্যার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে গণতন্ত্রের অনুশীলন করে যেতে হবে। তিনি কমিটির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তারা এ সময় উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী শতকাত হোসেন ময়না, প্রেসক্লাব সভাপতি মোহাম্মাদ আলি সুজন, সাধারন সম্পাদক কামরুল হাসান, ডিএম কামরুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান আনিস, সম. তাজমিনুর রহমান টুটুল, এম বেলাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, আবু সাঈদ প্রমুখ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় শেষে উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের জন্য কম্পিউটার উদ্বোধন করেন এবং ফ্রি ইন্টারনেট সার্ভিস সুবিধা চালু করেন।