নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
কাজী গোলাম রসুলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কাজী গোলাম রসুল ১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৯ আসামির মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন।