রাজশাহী প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিনছাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় দুই বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে মতিহার থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এরা হলেন- ইসলাম পরিবহনের চালক আব্দুল বাতেন (৪৫), হেলপার ইমরান হোসেন (২৭) ও কলেজ বাস লাকি পরিবহনের হেলপার ইজাবুল (৪৫)। এদের মধ্যে বাতেনের বাড়ি সিরাজগঞ্জের বাহিরখোলা ঘোষপাড়া ও সিয়ালকোল এবং ইজাবুলের বাড়ি রাজশাহী মহানগরীর শিরোইল শান্তিবাগ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লাকি পরিবহনের চালক আব্দুল রাজ্জাককে (৪৫) মেহেরচন্ডী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বুধবার তিনি জামিনে মুক্তিপান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘রাজশাহীগামী ইসলাম পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে কলেজের ছাত্রীবাহী ভাড়া বাস লাকী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ কারণে দুইটি বাসের চালক হেলপারকে এ মামলার আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার পর এসআই বাকি বিল্লাহ বাদী হয়ে পুলিশের পক্ষ থেকে মতিহার থানায় মামলাটি দায়ের করেছিলেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজশাহীর কাটাখালীতে মুখোমুখি সংঘর্ষের পর কলেজ বাস উল্টে তিন ছাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হন।