ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সম্মেলনে ছেলে হাসান জামিল
কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১১, ২০১৪ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

Kader Molla
নিজস্ব প্রতিবেদক :
জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে যথাযথ আইনি সুযোগ দেয়া হয়নি অভিযোগ করে তাকে ফাঁসির নামে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তার বড় ছেলে হাসান জামিল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিমকোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান হলে কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি।
কাদের মোল্লার পূর্ণাঙ্গ রিভিউ রায়ে আপিল বিভাগ যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত ও রাষ্ট্রপক্ষ উভয়েই রিভিউয়ের সুযোগ পাবেন বলে সিদ্ধান্ত দেন। এ রায়ের আলোকেই কাদের মোল্লার দণ্ড কার্যকরের একবছর পূর্তি সামনে রেখে তার পরিবার এ প্রতিক্রিয়া জানালো।
কাদের মোল্লার রিভিউ আবেদন নিষ্পত্তি করে দেয়া পূর্ণাঙ্গ রায় গত ২৫ নভেম্বর প্রকাশ করেন আপিল বিভাগ। প্রায় এক বছর পর ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেললে লিখিত বক্তব্যে হাসান জামিল বলেন, ‘ফাঁসি কার্যকরের নামে সরকার তাকে হত্যা করেছে। বাবা আইনজীবীদের রিভিউ করার কথা বলছিলেন। বাবার নির্দেশনা  মোতাবেক আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সরকার তা করতে দেয়নি।’
তিনি বলেন, ‘আমার বাবার ফাঁসি কার্যকর বন্ধের জন্য জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নসহ অনেকে সরকারকে বলেছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত না করে  মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির নামে তাকে অন্যায়ভাবে হত্যা করেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ খান, সাইফুর রহমান, আসাদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাত ১০টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।