কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত ১২ঘণ্টায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ শিশু হাসাপাতালে ভর্তি হয়েছে। আউটডোরে প্রতিদিন শীতজনিত রোগে ২ থেকে ৩শ রোগী চিকিৎসা নিচ্ছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিনই কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৪৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তা ছাড়া প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছে ২ থেকে ৩শ রোগী যাদের বেশির ভাগই সর্দি-কাশিসহ শীতজনিত রোগে আক্রান্ত।
সন্ধ্যা নামার আগেই ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। বৃষ্টির মত ঝরঝর করে পড়ছে কুয়াশা। দিনভর সূর্য্য দেখা না মেলায় বিপাকে পড়েছে মানুষজন। শীতের সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়ায় নদী তীরবর্তী এলাকার মানুষজন গরম কাপড়ের অভাবে পড়েছে চরম দুর্ভোগে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানায়, কুড়িগ্রাম অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৮ হাজার কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
জেলা প্রশাসক এবি এম আজাদ জানান, শীতার্তদের জন্য আরো ১০ হাজার কম্বল বরাদ্দ চওয়া হয়েছে।