ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সাগর-রুনী হত্যা: আসামি তানভীর কারামুক্ত

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১১, ২০১৪ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

Sagor-Runi
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি :
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার আসামি তানভীর রহমান (৩০)। বৃহস্পতিবার সকালে তিনি মুক্তি পান।
তানভীর রুনীর ফেসবুক বন্ধু ছিলেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী থানার খাবাশপুর এলাকার মাহবুবুর রহমানের ছেলে। তিনি ঢাকার উত্তরার ১৩নং সেক্টরের ১৮নং সড়ক এলাকায় বসবাস করেন।
কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, সাগর-রুনী খুনের ঘটনায় শেরেবাংলা থানার মামলায় ২০১২ সালের  ১০ অক্টোবর গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তানভীরকে ওই বছরের ১৭ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ২০ অক্টোবর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
এ বছরের ২ ডিসেম্বর উচ্চ আদালতে তার জামিনের আদেশ হয়। পরে বুধবার রাত সাড়ে ৭টার দিকে তার জামিনের কাগজ কারাগারে আসে এবং তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে তানভীরকে মুক্তি দেয়া হয়।
খুনের মামলা হওয়ার বেশ কিছুদিন আগে তানভীর ওই ঘটনায় আটক হন এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।