নিজস্ব প্রতিবেদক :
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান দাবি করেছেন, সরকার শুধু ব্যবসাবান্ধব নয়, জনবান্ধবও।
তিনি বলেন, ‘বেসরকারি খাত অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি। এ খাতের সংস্কারে ও সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। আর নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন যুগে প্রবেশ করেছে।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোনরাগাঁও হোটেলে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিএসইর এমডি ড. স্বপন কুমার বালা, নাসডাকের এমডি রবার্ট ফ্রিজ, ফ্লেক্সট্রেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেন মাইকেল বাঙ্কো প্রমুখ।
এ সময় খায়রুল হোসেন বলেন, ‘প্রযুক্তির সঙ্গে সঙ্গে ডিএসইতে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। নতুন এ ট্রেডিং সিস্টেম বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। ডিমিউচুয়ালাইজেশনের ফলে সার্ভিলেন্স সিস্টেম আরো জোরদার হবে।’
তিনি আরো বলেন, ‘বিনিয়োগকারীদের সচেতন ও শিক্ষিত করে তুলতে বিআইসিএম ও উভয় স্টক এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া পুঁজিবাজারের উন্নয়নে সরকারের সুদৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা দিয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন।’
এ সময় ড. স্বপন কুমার বালা বলেন, ‘আমরা যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বয়ংক্রিয় লেনদেন সিস্টেমটি চালু করতে যাচ্ছি। সিস্টেমটি চালুর জন্য বিভিন্ন ব্রোকারকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটা চালু হলে কোনো শঙ্কা থাকবে না।’
তিনি জানান, আগামী এপ্রিল থেকে এই সিস্টেমের আওতায় মোবাইল ফোন ও আইপ্যাডের মাধ্যমে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। এপ্রিলের মধ্যে এ সিস্টেমের সঙ্গে মোবাইল ফোন ও আইপ্যাডে লেনদেন উপযোগী সফটওয়্যার সংযোজন করা হবে।