বিনোদন ডেস্ক :
বক্স অফিসের কাপাঁনোর পাশাপাশি উদার তারকা হিসেবেও বলিউডে বেশ সুনাম রয়েছে সালমান খানের। বলিউডে দেশ বিদেশের মডেল অভিনেত্রীদের ক্যারিয়ার গড়াতে তাদের সাহায্য করার পাশাপাশি তাদের উপহার দিয়েও চমকে দিতে পছন্দ করেন এ তারকা।
সম্প্রতি ভারতে এসেছেন হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন। আর মুম্বাইতে একটি ডিজে পার্টিতে সালমান খান ও মিকা সিংয়ের সঙ্গে নেচে গেয়ে বেশ মজাও করেছেন তিনি। এ সময় প্যারিস হিলটনকে হীরার নেকলেস উপহার দেন সালমান খান ও মিকা সিং।
নিজের টুইটার অ্যকাউন্টে প্যারিস হিলটন সালমান খান ও মিকা সিংয়ের সঙ্গে তাদের উপহার দেয়া হীরার নেকলেসটির ছবি পোস্ট করেছেন। মিকা সিং টুইটারে পোস্ট করেছেন ভিডিওটি।