ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিদেশেও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১১, ২০১৪ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দল মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে নয় বিদেশেও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীকে হত্যা করে দেশে একটি শক্তিকে ক্ষমতায় আনতে এ ষড়যন্ত্র হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্ধমান বিস্ফোরণ প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল মনে করে বিএনপি-জামায়াত যেভাবে কথা বলে তাতে মনে হয় বর্ধমানের ষড়যন্ত্রকারীরা যে নীল নকশা একেছিল তাতে তাদের সূত্র রয়েছে।’
বিএনপি-জামায়াত এখন হত্যা ও চক্রান্তের পথে হাঁটছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন হয়েছি যখন ভারতের বর্ধমান চক্রান্তের কথা শুনেছি। পার্শ্ববর্তী দেশে কিছু জঙ্গি ও হত্যাকারী প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করেছিল।’ এসময় তাদের বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ১৪ দল মুখপাত্র।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রকারীদের সমূলে উৎখাত করার জন্য ১৪ দলের নেতাদের কাজ করতে হবে। জনগণকেও এজন্য সচেতন হতে হবে। সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের সচেতন হতে হবে।’
সংবাদ সম্মেলনে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৪ দলের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে সমাবেশের ঘোষণাও দেন নাসিম। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে রায়ের বাজার ও মিরপুরে শ্রদ্ধা জানানো হবে। কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোরও কর্মসূচিও ঘোষণা করেন নাসিম।
এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্ব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুল রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের মজিবুর রহমান মাইজভান্ডারী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।