ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

‘বুড়ি’ বৌকে নিয়ে সুখেই আছেন লি

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১১, ২০১৪ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

Leeআন্তর্জাতিক ডেস্ক : ‘কন্যার বয়স যে ১৬ পাত্র ১৯ বছরের।’ যারা প্রচলিত এই ধ্যান-ধারণায় বিশ্বাসী তারা এই কাহিনী শুনলে চমকে যাবেন। কেননা আমাদের এই গল্পের নায়িকা মা ইয়ুকিনের বয়স এখন ৭৬। তার স্বামী লি ইউচুন তার চেয়ে কমসে কম ৩২ বছরের ছোট। লির বর্তমান বয়স ৪৪। বয়সের এই ব্যবধান তাদের দাম্পত্য জীবনে কোনোই সমস্যা তৈরি করেনি। বরং হাসি আনন্দে এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছেন এই দম্পতি। সম্প্রতি ১৮তম বিয়ে বার্ষিকী উদযাপন করেছেন চীনের লিয়াওনিয়াং প্রদেশের অসম বয়সী এই জুটি।
১৯৭৮ সালে মার প্রেমে পড়েছিলেন লি। তখন তিনি আট বছরের বালক। আর ৩২ বছরের মা তখন ডাকসাইটে নায়িকা। লি বড় হওয়ার পরও মা ইয়ুকিনের আকর্ষণ কাটাতে পারলেন না। এক সময় প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন অসম বয়সী দুই নর-নারী। ১৯৯৬ সালে ২৭ বছরের লি যখন ৫৯ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার ঘোষণা দেন, তখন মা-বাবা, আত্মীয়-স্বজন তো দূরের কথা পাড়া- প্রতিবেশীরা পর্যন্ত তেড়ে এসেছিলেন। ‘কী, তুই এই বুড়িকে বিয়ে করবি!’
কিন্তু কে শোনে কার কথা। ‘পীরিতে মজিলে মন কীবা হাড়ি কীবা ডোম।’ নিজের সিদ্ধান্তে অটল রইলেন লি। ছেলের এই বিয়ের শোকে মারা গেলেন মা। আর ছেলেকে প্রকাশ্যে ত্যাজপুত্র করলেন বাবা। কিন্তু ‘বুড়ি’ স্ত্রীকে নিয়ে সুখেই আছেন লি।