বিনোদন ডেস্ক : ‘যে ব্যক্তি ৩২ জন মুক্তিযোদ্ধাকে পাক বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিলেন’, সেই বীর প্রতীক আব্দুস সামাদের বীরত্বগাথা একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছেন মঞ্চ অভিনেত্রী শিমুল ইউসুফ।
একইসঙ্গে ওই চ্যানেলের নাম পাল্টে ‘বেঈমান টেলিভিশন’ রাখার প্রস্তাব করেছেন তিনি।
৯ ডিসেম্বর মঙ্গলবার শিমুল ইউসুফ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখে এ ক্ষোভ প্রকাশ করেন।
পাঠকদের জন্য তার পুরো স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘বীর প্রতীক’ আব্দুস সামাদকে আজ ৭১ টেলিভিশনে দেখানো হলো এবং আমরা তার বীরত্বগাথা শুনলাম। এই সেই আব্দুস সামাদ, যে আলতাফ ভাই, রুমি, জুয়েল, হাফিজ, আজাদ, বদি ও বাকেরসহ ৩২ জন মুক্তিযোদ্ধাকে পাকবাহিনীর সাথে বাড়ি বাড়ি গিয়ে ধরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে ১৬ ডিসেম্বর রাজসাক্ষী হয়ে এই সামাদ মুক্তি পায়।
আমার নিজের চোখে দেখা, পাকবাহিনীর কাছে আলতাফ ভাইকে এই সামাদের চিনিয়ে দেয়ার দৃশ্য। যে টেলিভিশনের নাম ৭১ – যে ১৯৭১ কে বুকে ধারণ করে আমাদের বেড়ে ওঠা – সেই টেলিভিশনে এই দৃশ্য আমাকে কোনদিন দেখতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। হয় এই টেলিভিশনের নাম পাল্টে বেঈমান টেলিভিশন রাখা হোক আর না হয় এর কর্তৃপক্ষকে… থাক আর লিখতে পারছি না।
-শিমুল ইউসুফ