ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চীনে একশ নববধূ নিখোঁজ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১১, ২০১৪ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

REDআন্তর্জাতিক ডেস্ক : বিয়ের কয়েক মাসের মাথায় চীনে একশ ভিয়েতনামি বধূ নিখোঁজের ঘটনা ঘটেছে। দক্ষিণ চীনের হেবেই প্রদেশে গত নভেম্বর মাসে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
চীনের বিভিন্ন প্রদেশে মেয়ের তুলনায় ছেলের সংখ্যা বেশি। এ কারণে এসব প্রদেশে বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া দুস্কর হয়ে উঠেছে। কনে পেতে এসব এলাকার তরুণরা বিভিন্ন ম্যারেজ মিডিয়ার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার মেয়েদের বেছে নেয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চলতি বছরের শুরুতে উ মেইউ নারী হেবেই প্রদেশের প্রত্যন্ত এলাকার তরুণদের ভিয়েতনামি কনে দেয়ার কথা বলে জনপ্রতি ১৮ হাজার ৬শ ডলার করে আদায় করে। ভিয়েতনামি বংশোদ্ভূত উ মেইউ হেবেইতে বিশ বছর ধরে বসবাস করায় তার ব্যাপারে কেউ কোন সন্দেহ করেনি। বিয়ের পর গত ২০ নভেম্বর এসব তরুণদের ভিয়েতনামি বধূরা তাদের স্বামীকে তাদের স্বদেশিদের সঙ্গে খাওয়ার দাওয়াত আছে বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর তাদের খোঁজ মেলেনি। পরে তরুণরা উ মেইউর বাসায় গিয়ে জানতে পারে সে কয়েকদিন আগেই বাড়ি থেকে চলে গেছে।
এ ঘটনার কয়েকদিন পর এক বধূ হেবেইতে ফিরে এসে জানায়, দুপুরের খাবার খেয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে নিজেকে তারে স্বামীর বাড়ি থেকে বহু দূরে একটি ছোট ঘরে নিজেকে আবিষ্কার করে। অপহরণকারীরা তাকে জানায়, তাকে অন্য জায়গায় তার জন্য নতুন স্বামী খোঁজা হচ্ছে। পরবর্তীতে সে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে।
চীনে লৈঙ্গিক অসমতার কারণে চীনা তরুণরা দক্ষিণ পূর্ব এশিয়ার তরুণীদের বিয়েতে আগ্রহী হয়ে উঠেছে। এর ফলে এসব দেশে মানব পাচারের হারও বাড়ছে। গত মাসেও চীনা পুলিশ মিয়ানমার থেকে পাচার হয়ে আসা নারী ও তরুণীদের একটি দল উদ্ধার করেছে।