ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কর্মজীবী নারী সম্মাননা পেলেন ৬ নারী কৃষক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১১, ২০১৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

DRU-1নিজস্ব প্রতিবেদক : খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে ঢাকা বিভাগীয় পর্যায়ের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৬ নারী কৃষককে সম্মাননা দিলেন কর্মজীবী নারী।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক এমপির হাত থেকে তারা সম্মাননা গ্রহণ করেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘ক্ষেতজুড়ে ওই সোনার ধান-নারীর শ্রমের অবদান’ শীর্ষক এক আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে কর্মজীবী নারীর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘আমাদের দেশের নারীরা এখন অনেকদূর এগিয়ে গেছে। ৯০ এর পর থেকে শাসন ব্যবস্থাও নারীদের হাতে। শিক্ষা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখন অর্ধেকের উপরে।’
তিনি বলেন, ‘নারীরা এখন শুধু শিক্ষা নয়, কৃষিক্ষেত্রেও তাদের ভূমিকা রেখে চলেছে। তারা নিজেদের চেষ্টায় এসব করছে। কৃষিক্ষেত্রে নারীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আমি চেষ্টা চালাবো।’
‘১ মে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের পাশাপাশি কৃষকদেরও জাতীর সামনে তুলে ধরা উচিৎ’ বলে মন্তব্য করেন শ্রম প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে শিরিন আখতার এমপি বলেন, ‘সামাজিক দায়িত্ববোধ নারী পুরুষকে ভাগ করে নিতে হবে। নারীর মর্যাদা মানে পুরুষের মর্যাদা এই বোধ আমাদের মধ্যে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই, আজকের এ সম্মাননা যেন জাতীয়ভাবে স্বীকৃত হয়।’
জাতীয় ও গৃহস্থালি পর্যায়ে খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অবদানের ওপর সচেতনতা সৃষ্টি এবং নারী কৃষকদের স্বীকৃতি ও কৃষক হিসেবে নারীদের অধিকারকে স্বীকৃতি প্রদান ও এই আয়োজন উদযাপনের লক্ষ্যে এবং প্রয়োজনীয় নীতি পদক্ষেপের প্রতি জনমত গড়ে তুলতে ‘খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে অক্সফ্যাম। যার অংশ হিসেবে কর্মজীবী নারী, শারি, ডিউ, এসবিসি,আরবান এই পাঁচটি সংগঠন ঢাকা বিভাগের মানিকগঞ্জ, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ি, নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে মোট ২৭টি গল্প সংগ্রহ করেছে। ২৭টি গল্প থেকে জুরি বোর্ড ছয়জনকে নির্বাচিত করেছেন।
এসময় আরো বক্তব্য দেন- কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমীন কবির, নির্বাহী সম্পাদক উম্মে হাসান ঝলমল, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি, অক্সফ্যামের ম্যানেজার মনীষা বিশ্বাস প্রমুখ।