বিনোদন ডেস্ক
অক্টোবর থেকে শুটিং শুরু হতে যাচ্ছে অভিনেত্রী ভাবনার প্রথম ছবি ‘জেদ’র। এতে তার নায়ক হিসেবে অভিনয় করার কথা রয়েছে পরমব্রতর। ছবিটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু একটু দ্বিধায় পড়েছেন ভাবনা। আসছে কোরবানির ঈদ। প্রচুর ঈদের কাজের প্রস্তাব। সব প্রস্তাবই বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিতে হচ্ছে তাকে। কিন্তু কতজনকে ফিরাবেন? এ বিষয়ে বাংলামেইলকে ভাবনা বলেন, ‘যেহেতু প্রথম চলচ্চিত্র তাই আমি একটু বেশিই সিরিয়াস কাজটা নিয়ে। এখন অন্য কাজে ব্যস্ত হয়ে পরলে গল্প এবং চরিত্র থেকে বিচ্ছিন্ন হবার সুযোগ থাকে। কি করবো বুঝতে পারছি। অনিমেষ আইচ, মাহমুদ দিদার ও রাজিবের পরিচালনায় তিনটা ঈদের কাজ হয়তো করতে পারি। কিন্তু এখনো চূড়ন্ত কিছু বলতে পারছি না।’
ভাবনা এও জানান যে ঈদের পর থেকে প্রয়োজনে তিনি তার ফোন নম্বর বন্ধ রাখবেন দীর্ঘ দিন। কারণ ফোন খোলা থাকলেই কাজের প্রস্তাব আসবে। নিজের প্রথম চলচ্চিত্রের প্রতি মনোযোগ নষ্ট হবে। ‘জেদ’ এ নয়নতারা চরিত্রে অভিনয় করবেন ভাবনা।