ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কোস্টগার্ড প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১১, ২০১৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

Hasina
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে কোস্টগার্ড প্রশিক্ষণ কেন্দ্র সিজি বেইজ অগ্রযাত্রার উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে তিনি পটুয়াখালীতে পৌঁছান। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর কোস্টগার্ড প্রশিক্ষণ কেন্দ্র সিজি বেইজ অগ্রযাত্রার উদ্ধোধন করেন তিনি।
বেলা সাড়ে ১১টায় এটি উদ্ধোধন করার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও ঘনকুয়াশার কারণে পটুয়াখালীতে পৌঁছাতে তার একটু বিলম্ব হয়। এটি উদ্বোধন শেষে প্যারেড গ্রাউন্ডে কোস্টগার্ড সদস্যদের সালাম গ্রহণ শেষে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবের প্রধানমন্ত্রী।
তবে ইতোমধ্যে অনুষ্ঠানে আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথীরা উপস্থিত হয়েছেন।
পটুয়াখালী শহর থেকে তিন কিলোমিটার পশ্চিমে পটুয়াখালী-মির্জাগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে ২৩ দশমিক ৬৮ একর জমির উপর এ প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
এ প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে কোস্টগার্ড সদস্যদের পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হবে। যা পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ সুবিধাদি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোস্টগার্ড সদস্যদের অপারেশন পরিচালনায় পারদর্শীতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী তার এই সফরে আরো ১২টি উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্ধোধন এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।