স্পোর্টস ডেস্ক : নেইমারের ট্যাটুপ্রীতি অজানা নয়। ব্রাজিলিয়ান ফুটবলারের দেহে আগেও অনেক ট্যাটু ছিল। তবে বুধবার অতীতের ট্যাটুপ্রীতির সব রেকর্ড পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এদিন চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ম্যাচের আগে বাম হাতে বেঙ্গল টাইগারের ট্যাটু প্রকাশ করেন বার্সেলোনার সেলেসাও স্ট্রাইকার।
এর আগে গেল সোমবার গোটা শরীরে ট্যাটু প্রকাশ করে বেশ চমক দেখান জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। নিজের পিঠে দেবদূতদের বিভিন্ন ছবি প্রকাশ করেন সাবেক ম্যানসিটি তারকা। যা বিস্তৃত হয়ে তার বাম হাতেও ছড়িয়ে পড়ছে। অবশ্য ফুটবলারদের শরীরে ট্যাটুর প্রকাশ নতুন কোনো ঘটনা নয়। এটা ফুটবলারদের জার্সি কিংবা বুট বদলের মতোই নৈমিত্তিক একটি বিষয়।