নিজস্ব প্রতিবেদক : নারী অধিকার নিশ্চিত করার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা করার প্রয়াস নিয়ে কাজ করা বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি অনুষ্ঠান ২০১৪ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে নারী কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির সম্পাদক শামসুয জামান নুর। এসময় তিনি ফিতা কেটে তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার সোসাইটির প্রধান উপদেষ্টা বিচারপতি সিকদার মকবুল হক জাতীয় উন্নয়নের ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের সম্পৃক্ততার বিষয় উল্লেখ করেন। নারী-পুরুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে সম্পৃতির বাংলাদেশ গড়তে নারীদের প্রতি পুরুষদের সহিংস মনোভাব দূর করার আহ্বান জানান।
হোমোক্রেসী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরো বক্তব্য দেন- সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটোয়ারী, প্রফেসর ড. মুহাম্মদ জহির হোসেন, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার, ক্যামেলিয়া প্রমুখ।