বগুড়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ও বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামালা এবং নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে জেলা ২০ দলের ডাকা আধাবেলার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলাকালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি জেলার প্রধান সড়কে। বেশির ভাগ দোকান পাট বন্ধ থাকলেও সরকারি অফিস আদালত স্বাভাবিক ছিল। ব্যাংকে লেনদেন স্বাভাবিক থাকলেও গ্রাহকদের উপস্থিতি ছিল কম। শহরের প্রধান সড়কে দুরপাল্লার গাড়ি না চলায় রাস্তা ছিল রিকশার দখলে।
এদিকে বেলা ১ টার দিকে শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেছে ২০ দলের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান। বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর তালুকদার হেনা, জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বকুল, বিএনপি নেতা তাহা উদ্দিন নাইন, পরিমল চন্দ্র দাস, খাদেমুল ইসলাম খাদেম, ফারুকুল ইসলাম ফারুক। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাঁধায় সেখানেই শেষ হয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান জানান, শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।