ময়মনসিংহ প্রতিনিধি : বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘মেয়েদের নিরাপত্তার অভাবে বাল্যবিয়ে হচ্ছে। মেয়েদের ভরণপোষনে সমস্যা নেই। নিরাপত্তাহীনতার কারণে পড়াশোনা শেষ করার আগেই অপ্রাপ্ত বয়সে অভিভাবকরা তাদের বিয়ে দিচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
শুক্রবার দুপুরে ময়মনসিংহের শম্ভুগঞ্জে জিকেপি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘দেশে প্রতি বছর গড়ে ১৮ থেকে ২০ হাজার নারী যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে জীবন দিচ্ছেন। যৌতুকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মুখস্ত বিদ্যা বাদ দিয়ে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি ভাষার ওপর গুরুত্ব দিতে হবে।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘যৌতুকের জন্য মেয়েরা যেন নিগৃহীত বা অত্যাচারিত না হয় সে জন্য তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিবাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এ সময় তিনি সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি, সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির প্রমুখ।