নিজস্ব প্রতিরনধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘দুর্নীতি, লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারী কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। এ জন্য কি আমারা বিজয় ছিনিয়ে এনেছিলাম? তাই বিজয়ের মাসে জাতিকে বিষয়টি বিবেচনা করতে হবে। শুধু তাই নয় বিষয়টি বিবেচনায় নিয়ে এসব থেকে মুক্তির জন্য আরেকটি যুদ্ধ করতে হবে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘স্বাধীনতা: গণতন্ত্র ন্যায় বিচার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করতে বিশ্বের কোনো দেশ এগিয়ে আসবে না। যতোক্ষণ না আমরা রাস্তায় নেমে অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীকে আমাদের অবস্থান জানাতে না পারি। তাই নিজেরা দাঁড়াতে না পারলে কেউ এগিয়ে আসবে না।’
গুলশান কার্যলয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের প্রেক্ষিতে যুগ্ম-সচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর দেয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ‘যারাই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক তাদের বিচার সবাই চায়, আমিও চাই সেই যে দলেরই হোক। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কারা? যারা রাষ্ট্রে থেকে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাই তো রাষ্ট্রদোহী, তাদেরই তো বিচার হওয়া উচিৎ।’
গণঅভ্যুত্থান ছাড়া এ সরকারের পতন ঘটানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল ইসলাম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।