নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামীকালের সমাবেশ নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশে নিজের ভুল-ত্রুটির কথা স্বীকার করলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
শুক্রবার বেলা ১১টায় শহরের ডিআইটি এলাকায় দলীয় কার্যালয়ে নগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার ১৩ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
ক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশে তৈমুর বলেন, ‘আমার অনেক ভুল ত্রুটি আছে। সব দায়-দায়িত্ব আমার। নগর বিএনপি চেয়ারপারসনের সমাবেশকে নিয়ে যে ক্ষোভের কথা বলেছে সেটা কোনো বিভেদ নয়। তাদের কোনো দুঃখ থাকলে তারা আমার কাছেই বলবে। এতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে।’
নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরো বলেন, ‘পানি কাটলে ভাগ হবে কিন্তু নগর বিএনপির নেতাদের সঙ্গে আমরা ভাগ হবোনা। আমি বেইমান না। আমি আপনাদের সঙ্গে বেইমানি করবো না। আমি মরে গেলেও দলের মার খাওয়া লোকজনের সঙ্গে আছি।’
নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে তৈমুর আলম আরো বলেন, ‘বন্দর উপজেলা নির্বাচন নিয়ে যা হয়েছে তা কাম্য নয়। যেভাবে নির্বাচনের দুই দিন আগে প্রার্থীকে বসিয়ে দেয়া হয়েছে সেটা যে নেতাকর্মীদের জন্য কতো কষ্টের তা আমি বুঝি।’
মত বিনিময় শেষে বিএনপির সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়।
সভায় সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সহ-সভাপতি সুরুজ্জামান, হাজী শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদ খান ভাষানী, মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, রানা মুজিব, আকতার হোসেন খোকন শাহ, মহানগর শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মনির মল্লিক, মহানগর মহিলা দলের সভাপতি রাশিদা জামাল প্রমুখ।