ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

১১০০০০ কোটি ডলারের বাজেট পাস

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১২, ২০১৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

congressআন্তর্জাতিক ডেস্ক : একেবারে শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রে সরকারি খরচ চালাতে ১ লাখ ১০ হাজার কোটি ডলার (এক দশমিক এক ট্রিলিয়ন) বাজেট অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। অনেক নাটকীয়তার পর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের মাত্র তিন ঘণ্টা আগে বাজেট পাস হয়। এ প্রস্তাবিত বাজেট সিনেটে পাস ও প্রেসিডেন্টের স্বাক্ষরের পরই আনুষ্ঠানিক বাজেটে পরিণত হবে।
এ বাজেট পাস না হলে বহু জরুরি সেবা ও সরকারি কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। বিলটি পাস হওয়ায় ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব সেবা ও কর্মকাণ্ড চালু থাকবে। তবে অর্থ সঙ্কটের কারণে বেশ কিছু খাত স্বল্প মেয়াদে অর্থ পাবে।
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের উত্থাপিত এ বিলটিতে ডেমোক্র্যাটরা প্রথমে ভোট দিতে অনীহা প্রকাশ করেছিল। পরে প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপে মাত্র ৫৭ জন ডেমোক্র্যাট সদস্য এতে ভোট দেন। বিলটি পরে ২১৯-২০৬ ভোটের ব্যবধানে পাস হয়।
প্রসঙ্গত, মধ্যবর্তী নির্বাচনে জয় লাভের পর যুক্তরাষ্ট্র উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে।
বিলটিতে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ওবামার অভিবাসন নীতি সংস্কারের তীব্র বিরোধিতা করেছে। তাই আগামী ফেব্রুয়ারি পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে চালানোর জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। রিপাবলিকানদের আশা আগামী বছরে নতুন কংগ্রেস দায়িত্ব নিলে তারা ওবামাকে অভিবাসন নীতি সংস্কার থেকে সরে আসতে বাধ্য করতে পারবে।