স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে সফরকারী ভারতকে প্রথম ইনিংসে ৪৪৪ রানে অলআউট করে অসিরা। ৫ উইকেট নিয়ে ভারতকে দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন নাথান লায়ন। ৩৬ ওভার বল করে ১৩৪ রান দিয়ে ভারতের লেজটাকে দ্রুত কেটে ফেলেন এই স্পিনার।
এর আগে টেস্টের তৃতীয় দিনের পাঁচ উইকেটে সংগ্রহ করা ৩৬৯ রান নিয়ে ব্যাটিং করতে নামে ভারত। কিন্তু বৃহস্পতিবারের সংগ্রহ করা রানের সঙ্গে আর মাত্র ৭৫ যোগ করতেই শেষ পাঁচটি উইকেট হারায় টিম ইন্ডিয়া। শুক্রবার দিনের প্র্রথম সেশনে অসি স্পিনার দ্রুত রোহিত শর্মা (৪৩) ও ঋদ্ধিমান সাহাকে (২৫) ফেরালে শেষে মোহাম্মদ সামি (৩৪) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। ফল ১১৬.৪ ওভার ব্যাট করে ৪৪৪ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার (১৪৫), মাইকেল ক্লার্ক (১২৮) ও স্টিভ স্মিথের (১৬২) তিন সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংস ৭ উইকেটে ৫১৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সামি, কর্ণ শর্মা ও বরুণ অ্যারন।