স্পোর্টস ডেস্ক : ইউরোপের সেরা দলগুলোর কাতারে নেই জুভেন্টাস। সে কথা শিকার করে নিলেন গোলরক্ষ জিয়ানলুইজি বুফন। তার কারণটাও জানালেন তিনি। বার্সেলোনার কিংবা রিয়ালের সঙ্গে তার দল জুভেন্টাসের পার্থক্য শুধু আক্রমণভাগে। বার্সেলোনার আছে মেসি আর রিয়ালের রোনালদো। কিন্তু জুভেন্টাসের যে এমন কেউ নেই।
আর মেসি কিংবা রোনালদো নেই বলেই ইউরোপ সেরা দলগুলোর মধ্যে নেই জুভেন্টাস। বাকি সব কিছুই আছে ইতালিয়ান জায়ান্টদের। অন্য কেউ যাই ভাবুন, ইতালিয়ান তারকা ফুটবলারের বিশ্বাস এমনই।
কার্লোস তেভেজ ফর্মে আছেন। জুভেন্টাসের হয়ে গোলও করছেন তিনি। তবে তাকে মেসি কিংবা রোনালদোর সমতুল্য ভাবতে পারছেন না ইতালিয়ান গোলরক্ষক।
তাই বুফন মনে করেন অন্য সব দলের মতো জুভেন্টাসের সমস্যা একই। আর তা হলো একজন মেসি কিংবা রোনালদোর অনুপস্থিতি। তিনি বলেন, ‘যে দলগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না, তাদের মতো জুভেন্টাসেরও ঘাটতি একটাই। তা হলো আমাদের মেসি কিংবা রোনালদোর মতো গোল স্কোরার নেই।’
এমন একজন খেলোয়াড় দলে থাকলে কি ধরনের সুবিধা পাওয়া যায় তাও জানালেন এই ইতালিয়ান, ‘তারা দলের জন্য বিশাল কিছু। সবচেয়ে খারাপ দিনেও তারা একটি অন্তত গোল করে। এটা সেই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে নাম লিখিয়েছে ইতালির দল জুভেন্টাস। ইতালিয়ান লিগেও ১৪ ম্যাচ পর শীর্ষে রয়েছে জুভেন্টাস। তবু চ্যাম্পিয়ন্স লিগে তাদের ফেভারিট ভাবছেন এমন লোকের সংখ্যা কমই। আর তার কারণও ঐ একটাই। মেসি কিংবা রোনালদোর মতো কেউ একজন যে নেই এই দলে।