ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শুরু হলো শাকিবের মেন্টালগিরি

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১২, ২০১৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

Shakib
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন অভিনেত্রী তিশা। এ বিষয়ে সব চুক্তি সম্পাদন হলেও, শ্যুটিং শুরু হচ্ছিলো না। অবশেষে বৃহস্পতিবার সকালে ছবির ক্যামেরা চালু হলো। এর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে শাকিব-তিশার জুটির যাত্রা শুরু হলো।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটির ১২ তলায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘মেন্টাল’ ছবির চিত্রধারণের কাজ শুরু হয়। এ সময় সেটে শাকিব-তিশা দুজনেই উপস্থিত ছিলেন। এখানে ঘণ্টা খানিক দৃশ্য ধারণের কাজ চলে।
এদিকে বিকেলে এফডিসিতে আবারো ছবির চিত্রধারণের কাজ শুরু করেন পরিচালক। এসময় তিশার দৃশ্য না থাকায় শুধু শাকিব খান উপস্থিত ছিলেন। একটি হাসপাতালের সেট তৈরি করে শ্যুটিং করেন নির্মাতা। এটা শামীম আহমেদ রনির প্রথম ছবি।
পাবর্ত্য অঞ্চলে সোডিয়ামের খনি আবিষ্কৃত হয়। এক গডফাদার সে খবর পেতেই দলবল নিয়ে সে এলাকায় ত্রাস ‍সৃষ্টি করে। দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে চায় সে। এ খবর পেয়ে যান টিভি রিপোর্টার সিমি। কিন্তু সিমির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের আগেই জেনে যায় গডফাদার। সিমিকে সপরিবারে মেরে ফেলে সে। এ খবর কানে যেতেই উন্মাদের মতো হয়ে যায় সিমির প্রেমিক নিশান। প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে গডফাদারের আস্তানায় হামলা চালায় সে। এরকম একটি গল্প নিয়েই তৈরি হচ্ছে ছবিটি।
এ ছবিতে আরো অভিনয় করছেন, মিশা সওদাগর, পড়শী, মেঘলা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে বাংলা এক্সপ্রেস ফিল্মস এবং পরিবেশনায় থাকছে দ্য অভি কথাচিত্র।