বিনোদন ডেস্ক : ঢাকা: শীতের তীব্রতা একটু একটু করে প্রতিদিনই বাড়ছে। ফলে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের দূর্ভোগ চরমে উঠেছে। তাই শীতার্থ মানুষগুলোর হাতে কম্বল তুলে দেবার প্রত্যয় থেকে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজন করা হয়েছে একটি কনসার্ট। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই কনসার্টটি দর্শনার্থীরা কেবল মাত্র একটি কম্বলের বিনিময়ে উপভোগ করতে পারবেন।
‘কনসার্ট ফর কম্বল’ শিরোনামের এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন অর্থহীন, বাপ্পা এণ্ড ফ্রেন্ডস, চিরকুট, ধারক, ডিফারেন্ট টাচ, দৃক, হাবীব, কেএইচসি এণ্ড ফ্রেন্ডস, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, শূন্য, তাহসান এবং যাত্রী।
আয়োজক সূত্রে জানা যায়, কনসার্টে প্রবেশের জন্যে কোনো অর্থ লাগবে না। তবে একটি কম্বলের বিনিময়ে দর্শকরা প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন। আর কনসার্টের ভেন্যুর কাছেই কম্বল বিক্রি করা হবে।