নিজস্ব প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে মামলার করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী।
বৃহস্পতিবার অনুসন্ধান শেষে মামলা করার সুপারিশ করে দুদকে প্রতিবেদন জমা দিয়েছেন অনুসন্ধানী কর্মকর্তা উপ-পরিচালক যতন কুমার রায়। দুদকের পরিচালক আবু তোরাবের কাছে এ প্রতিবদেনটি জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
সূত্র জানায়, এনামুল হক গত পাঁচ বছরে ১২শ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। যার মধ্যে অধিকাংশ সম্পদ অর্জনের বৈধতার কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণেই তার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
কমিশন যদি ওই সুপারিশ অনুমোদন দেয় তাহলে দুদক আইনের ৭(১) ধারায় এবং অবৈধ সম্পদ অর্জনে তার বিরুদ্ধে মামলা হতে পারে।