ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক জগলুল আহমেদের নামে অ্যাওয়ার্ড

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৩, ২০১৪ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

Jaghlul ahmedনিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত কীর্তিমান সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীকে স্মরণ করে তার নামে ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জগলুল আহমেদ চৌধুরীর স্মরণসভায় এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
তিনি বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি সব সময় প্রয়াত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতে চায়। এবারও ওশান গ্রুপের সহায়তায় জগলুল আহমেদ চৌধুরীর পাশে দাঁড়াতে চেয়েছিল ডিআরইউ। কিন্তু তার পরিবার এ অনুদানের টাকা ডিআরইউ এর কোনো কার্যক্রমে ব্যয় করার অনুরোধ জানায়। পরে ডিআরইউ এর পক্ষ থেকে জগলুল আহমেদ চৌধুরী ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।’
স্মরণ সভায় ওশান গ্রুপের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক আলী আজম খন্দকার জগলুল আহমেদ চৌধুরীর মেয়ে অন্তর আহমেদ চৌধুরীর কাছে একটি অনুদানের চেক হস্তান্তর করেন। অন্তর আহমেদ চৌধুরী তা গ্রহণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার কাছে হস্তান্তর করেন।
স্মরণসভায় সাংবাদিকরা জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় পরিবহন সেক্টর ও পুলিশ প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছেন।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, ‘জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যু দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। কিন্তু এ হত্যাকাণ্ডের বিচার হবে না আদৌ।’
তিনি বলেন, ‘পরিবহন সেক্টরের মতো বিপর্যস্ত সেক্টর দেশে আর নেই। এ সেক্টরের দিকে তাকালে মনে হয় দেশে সরকার নেই। সেক্টরটি এখন চোর ডাকাতদের হাতে। এদের নিয়েই রাষ্ট্র ও বিরোধী ক্ষমতা চলছে। তাই তাদের স্পর্শ করা যায় না। কারণ তারা সরকার ও বিরোধীপক্ষ উভয়ের গাড়িতেই পরিপূর্ণ।’
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব এম এ আজিজ বলেন, ‘জগলুল আহমেদ চৌধুরী মারা যাওয়ার পর কেবল হাসপাতাল বন্ধ করা হয়েছে। কিন্তু বাস-পুলিশের কিছু হয়নি। কারণ তাতে হাত দিলে সরকার নিজেই বেকায়দায় পড়বে। তাই তারা দুর্বল জায়গাটিতে হাত দিয়েছে।’
তিনি বলেন, ‘সমাজ ও সরকার এখন মাফিয়া চক্রের হাতে। সরকার, বিরোধী দল, শ্রমিক সংগঠন সবখানে তারা ঐক্যবদ্ধ। সমাজে ভালো লোকেরা ঐক্যবদ্ধ না হলেও খারাপ লোকেরা ঐক্যবদ্ধ। তারা যেখানে হাত দেয় সেখানেই দুর্বৃত্তায়ন চলে।’
জগলুল আহমেদ চৌধুরীকে স্মরণ করে তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে জগলুল আহমেদ চৌধুরীর এত জ্ঞান ছিল যে তা অন্য সাংবাদিকদের ক্ষেত্রে খুব কমই দেখা যায়। তার মৃত্যুতে সমাজ, সংবাদপত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি শুরুতে যেমন পুরোদস্তুর সাংবাদিক ছিলেন, শেষেও তেমন ছিলেন। সবার উপরে তিনি একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ ছিলেন।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা স্মরণসভায় সভাপতিত্ব ও সাধারণ সম্পাদ ইলিয়াস হোসেন সঞ্চালনা করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডিআরইউ এর সাবেক সভাপতি সফিকুল করিম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, বর্তমান সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস মোবারক, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ।