ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৩, ২০১৪ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

1নিজস্ব প্রতিবেদক : ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ‘সুন্দরবনের বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।’
শনিবার সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুন্দরবনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার লক্ষ্যে ঐক্য ন্যাপ আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘জাতীয় তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
পঙ্কজ ভট্টাচার্য বলেন, যুদ্ধকালীন সময়ে দেশ যেই বিপর্যয়ের মধ্যে থাকে, সুন্দরবন বর্তমানে তেমন বিপর্যয়ের মধ্যদিয়ে যাচ্ছে।’
বিপর্যয় মোকাবেলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।
মানববন্ধন পরিচালনা করেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক। এছাড়াও উপস্থিত ছিলেন- ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম এ সবুর, নাসিরুল ইসলাম চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদিকা অলিজা হাসান, হারুনার রশিদ  ভূঁইয়া, রঞ্জিত কুমার সাহা, ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ, যুব নেতা হালিম বিপ্লব, ছাত্রনেতা মো. মাসুদ আলম প্রমুখ।